You can also earn money by answering questions on this site Find out the details

Categories

Sister Links: -- Nishiddho--BDLove24--Cerapatabd ....
72 views
in ধর্ম ও আধ্যাত্মিক বিশ্বাস by (-14 points)

1 Answer

0 like 0 dislike
নাস্তিকের আযাব: একদা জনৈক ব্যক্তি কম্পি পদে দৌড়ে এসে দ্বিতীয় খলিফা হযরত ওমর (রাঃ)- এর দরবারে হাযির হল। লোকটির চুলে-দাড়ির অর্ধাংশ কাঁচা আর অর্ধাংশ পাকা। হযরত ওমর (রাঃ) বিস্ময়াভিভূত হয়ে এর কারণ জিজ্ঞেস করলেন। সে বলল,আমি অমুক কবরস্থানে দেখলাম এক অপর লোককে বেত্রাঘাত করেছে, প্রত্যেকটি আঘাতের সঙ্গে সঙ্গে সারা দেহে দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে। অপরাধী ব্যক্তিটি আমাকে দেখা মাত্র লুটিয়ে পড়ে কাতর কন্ঠে আবেদন করল- আমাকে সাহায্য কর। আঘাতকারী বলল, একে কখনও সাহায্য কর না ।কারণ, এ ব্যক্তি নাস্তিক- কবরের শাস্তি বিশ্বাস করত না। কেয়ামত পর্যন্ত তাঁর এ প্রকারে শাস্তি হতে থাকবে। এ ঘটনা দেখে ভয়ে আমার শরীর ঢলের মত ফুলে উঠে এবং আমার অবস্থার এরূপ পরিবর্তন ঘতে। নাস্তিকের আযাব নাস্তিকের আযাব বর্ণিত আছে,। হযরত ওসমান (রাঃ) যখন কোন কবরের কাছে দিয়ে পথ অতিক্রম করতেন, তখন এত কাঁদতেন যে, দাড়ি ভিজে যেত। লোকেরা জিজ্ঞেস করতন , বেহেশত দোযখের আলোচনায় আপনি কাঁদেন না, আর এখন কবর দেখে এত কাঁদছেন! আমি নবী করীম (সাঃ)- বলতে শুনেছি, কবর পরকালের মনজিল সমূহের প্রথম মনজিল, যে কবর থেকে রেহাই পেয়েছে তাঁর অন্যান্য মনজিল সহজ হবে। হুযুর (সাঃ) আরো এরশাদ করেন, আমি আখেরাতের যা কিছু দেখেছি এর মধ্যে কবরকে বেশী কঠিন স্থান পেয়েছি। হযরত ইবনে ওমর (রাঃ) থেকে বর্ণিত, এক ব্যক্তি মদীনা শরীফে ইন্তেকাল করলেন, তাঁর জানায়ার নামায হুযুর (সাঃ) পড়ালেন। নামাযের পর তিনি বললেন- যদি এ ব্যক্তি সফরাবস্থায় মারা যেত খুব ভাল হত। এক সাহসী আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ্‌! এর কারণ কি? হুযুর (সাঃ) উত্তর দিলেন, কেউ আপন ঘর থেকে যত দূরে মারা যাবে দূরত্ব হিসাব করে ঐ পরিমাণ তাকে বেহেশতে জায়গা দেয়া হবে। এরূপ ইবনে মাসঊদ (রাঃ) থেকেও বর্ণিত আছে। হযরত আবু সাঈদ খুদরী ও ওমর (রাঃ) থেকে বর্ণিত, নবী করীম (সাঃ) এরশাদ করেন- কবর জাহান্নামের গর্ত সমূহের একটি গর্ত অথবা বেহেস্তের বাগান সমূহের একটি বাগান। অর্থাৎ কবর কাফের ও বদকারের জন্য জাহান্নামের গর্তের ন্যায়, সেখানে জাহান্নামের মতই তার উপর বিভিন্ন প্রকার আযাব হবে! আর মোমেন নেক্কারের জন্য বেহেশতের বাগান সমূহের ন্যায়, সেখানে বিভিন্ন প্রকার আমার ও সওয়াব মিলবে। -(নূরুসসুদূর-১১৬,১১৭) হযরত আলী কাররামাল্লাহু অয়জহাহু থেকে বর্ণিত, কবর প্রতিদিন তিনবার বলে- আমি কিড়া কীটের ঘর, আমি অন্ধকার কামরা, আমি নির্জন কবর। হযরত আবু হোরায়রা (রাঃ) থেকে বর্ণিত, একজন মোমেন কবরে সবুজ বাগানে বসবাস করে, তার কবর সত্তর গজ প্রশস্ত করা হয় এবং এত আলোকিত করা হয় যেন ১৪ তারিখের চন্দ্র। হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, মোমেনের কবর দৈর্ঘ্যে-_প্রস্থে চল্লিশ গজ লম্বা করা হয়। আল্লামা কুরতুবী লেখেছেন, কবরের চাপ ও মোনকার নাকীরের প্রশ্নোত্তরের পর কবর প্রশস্ত করা হয়। ইবনে আবিদ দুনিয়া লেখেছেন, হযরত ঈয়া (আঃ) একদা একটি কবরের নিকত গেলেন। তার সাথে তার সহচরগণও ছিলেন। লোকেরা কবরের চাপ ও অন্ধকারের আলোচনা করলেন। তোমরা তোমাদের মায়ের উদরে অত্যন্ত সল্প জায়গায় ছিলে, অতঃপর আল্লাহ্‌ তাআলা তোমাদেরকে দুনিয়াতে তার চেয়ে অনেক প্রশস্ত জায়গা দিয়েছেন, তারপর আল্লাহ্‌ তাআলা ইচ্ছা করেলে কবরকেও প্রশস্ত করে দিবেন। (কিতাবুল কুবুর) ইবনে আবিদ দুনিয়া বর্ণনা করেন, বসরা শহরে একজন পরহেজগার বুজুর্গ ছিলেন। তার এক যুবক ভাতিজা অসৎ চরিত্রের ছিল, সর্বদা গায়িকা মহিলাদের সাথে থাকত। এ বুজুর্গ তাকে অনেক নসীহত করতেন, কিন্তু সে শুনত না। তার মৃত্যুর পর ঐ বুজুর্গ তার দেহ কবরে নামিয়ে যখন মাটি ঢালতে লাগলেন, তখন কোন কথা মনে পড়ে তার সন্দেহ হল এবং একটি ইট বের করলেন, দেখলেন যে তার কবর বসরা শহরের ঈদগাহ ময়দানের চেয়েও আরো বেশী প্রশস্ত। আর ঐ যুবক তার মাঝে বসা। ঐ বুজুর্গ ইট ঠিক করে দিয়ে ঐ যুবকের স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তারামল কি রূপ ছিল? সে উত্তর দিল, যখন তিনি আযানের মধ্যে" আশাহাদু আল্লা ইলা-হা ইল্লাল্লাহু" এবং" আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ" শুনতেন, তখন বলতেন, হে মোয়াযযেন, তুমি যে কথার সাক্ষ্য দিচ্ছ, আমিওতার সাক্ষ্য দেয়া এবং যে সকল মানুষ আযানের আওয়াজ শুনে না আমি তাদেরকেও সাক্ষ্য শিক্ষা দেই। (যিকরুল মাউত) বাহরাইনের অধীবাসী আবু জায়দ বর্ণন করেন- আমি বাহনাইনের এক পথিককে গোসল দিয়েছি। হঠাৎ দেখি তার শরীরে লেখাঃ তূবা লাকা ইয়া গারীবু- অর্থাৎ হে পথিক তোমর জন্য খোশখবরী। অতঃপর আরো ভালভাবে দৃষ্টি করলাম,দেখি, ঐ লেখাটা ঠিক তার চামড়া এবং গোশতের মাঝে।- (কিতাবুল গোরাবা) সূত্রঃ (মৃত্যুর আগে ও হাসরের পরে, পৃঃ ৭৩-৭৫)
by Earnings: 2.48 Usd (2,410 points)

Related questions

-- Payment Method & Thresholds--Referral Program--Help--
-- FAQ --- Terms --DMCA ---Contact Us --
Language Version--English --Bengali ---Hindi ---
...