You can also earn money by answering questions on this site Find out the details

Categories

Sister Links: -- Nishiddho--BDLove24--Cerapatabd ....
88 views
in সাধারণ by (-14 points)

2 Answers

0 like 0 dislike
বর্তমানে দেশে বিভিন্ন কোম্পানির মেমরি কার্ড পাওয়া যায়। Samsung,Undisk,kingston,Silicon power,Lexar,Pny,Adata ইত্যাদি কোম্পানির।
কিন্তু কেনার সময় আমরা কনফিউশন হয়ে যাই কোনটা কিনব আর কোনটা কিনব না,কোনটা উপযুক্ত হবে কি হবেনা। কারণ দাম এর একটা ব্যাপার আছে বর্তমানে মেমরির দাম ৫০০ থেকে ২-৩ হাজার টাকা পর্যন্ত হয়। আজ এটাও বলব মেমরির দাম কম বেশি হবার কারন কি?
সাইজের উপর ভিত্তি করে মেমরি তিন রকম আছে।
১। বড়(আগে নকিয়া N70 টাইপের ফোনে ছিল)
২।ছোট (Micro যা বর্তমানে সব ফোনে ব্যবহার হয়)
৩। মিনি (আগে ছিল এখন যাদুঘরে)

ক্যাপাসিটির উপর ভিত্তি করে ৩ রকম এ পর্যন্ত আবিষ্কার বা প্রচলন আছে।
১। SD (যেটা সর্বোচ্চ ৪ জিবি পর্যন্ত হয়)
এর পর নতুন প্রযুক্তি আসল,বের হল
২। SD HC (মেমরির গায়ে লিখা থাকে SDHC, HC মানে হল হাই ক্যপাসিটি, এই টেকনোলজি তে মেমরি ৪ জিবি থেকে সর্বোচ্চ ৩২ জিবি পর্যন্ত হয়)
তারপর আবার নতুন প্রযুক্তি এল, তার নাম দিল
৩। SD XC(এই মেমরি ক্যপাসিটি ৩২ জিবি থেকে ২টেরাবাইট পর্যন্ত বানানো যাবে,কিন্তু এখন ৩২০ জিবি আছে মেবি)

আসল খেলা শুরু...
স্পিড এর উপর মেমরি বিভিন্ন রকম আছে। ক্লাস ২ থেকে ক্লাস ১০ পর্যন্ত এবং U1 and U3।
১।ক্লাস ২ এর স্পিড ম্যাক্সিমাম ২mbps।
২। ক্লাস ৪ এর স্পিড ম্যাক্স ৪mbps।
৩। এভাবে ক্লাস ৬,৮ এবং ১০ এর স্পিড ১০mbps করে।
৪। তারপর আছে U1 তারপর U3 মানে Ultra high speed। (যার স্পিড ৩২০ mbps পর্যন্ত হয়)

কিছু প্রশ্ন মনে উকি ঝুকি দিতে থাকে যে কোনটি কিনব? আর কোনটি কিনব না।কোনটি আমার জন্য ভালো হবে?কোনটি হবেনা ইত্যাদি।

যদি আপনি সাধারন উইজার হন শুধু মুভি আর গান প্লে করেন তাহলে আপনি ক্লাস-৪ থেকে শুরু করতে পারেন। কোন সমস্যা হবেনা আশা করি। এর স্পিড আগের টিউনে বলেছি ম্যক্স ৪ mbps।
যদি মোবাইলে HD ভিডিও রেকর্ড করতে চান তাহলে কমছে কম ক্লাস-৬ নিতে হবে।কারন HD Video এর যে সাইজ তা এর চেয়ে কম স্পিড এর মেমরি নিলে লাগাতার রেকর্ডিং এ সাপোর্ট করবে না। সহজ কথায় যত এম্বি ভিডিও তৈরি হয় তত এম্বি দ্রুত SAVE না হলে ফ্রেম মিস করবে,আটকে আটকে রেকর্ড হবে।
(আমরা নতুন ফোনে পুরান ২জিবি যার স্পিড ও নাই ডুকাই দিয়া এইছডি রেকর্ডিং করে পরে কোয়ালিটি খারাপ হলে ফোন রে বকা দি)

#আপনি যদি দামি মোবাইল ব্যবহার করেন এবং 4k ছবি রেকর্ডিং করতে চান তাহলে কমছে কম U1 নিতে হবে। যদি ক্লাস -১০ বা কম নিলে ভালো মানের ক্যামেরা থাকার সর্তেও ভালো রেকর্ডিং পাবেন না।
(রেকর্ডিং হবে ৪০/৫০ mbps আর Save হবে ১০ mbps, ভালো মান ক্যামতে অইব?)
পরে বলবেন দামি ফোন 4k হয়না,ল্যাগ করে, হ্যাং করে।তাই 4k এর জন্য U1 কার্ড ভালো। U3 হলে আরো ভালো

#ফোনের কথা বাদ দিলাম যদি ক্যামেরা উইজ করেন DSLR কিন্তু Normal video করলে ক্লাস-৬ নিতে পারেন কমছে কম।কিন্তু Raw Image বা 4k হলে U1 কমছে কম।U3 হলে আরো ভালো।কম হলে ফ্রেম মিস হবে,4k হবেনা।

#অনেক ফোন থাকে যার Apps ডাটা SD Card এ Move করা যায় এক্ষেত্রে Class-10 নিবেন। কারন যদি কম হয় ডাটা লোড স্পিড কম হবে। যদি গেইম হয় হ্যাং হবে পরে দোষ দিবেন আমার ফোনে ঐ গেইম চলেনা সেই গেইম চলেনা।

#####এবার আপনি আপনার ফোনে কি করতে চান ডাটা মুভ, 4k ভিডিও,Hd ভিডিও সেটা আপনার ব্যাপার ##
by Earnings: 0.035 Usd (37 points)
0 like 0 dislike
আমার মতে Hp কোম্পানির মেমোরি সবথেকে ভালো
by Earnings : 0.35 Usd (317 points)

Related questions

-- Payment Method & Thresholds--Referral Program--Help--
-- FAQ --- Terms --DMCA ---Contact Us --
Language Version--English --Bengali ---Hindi ---
...