You can also earn money by answering questions on this site Find out the details

Categories

Sister Links: -- Nishiddho--BDLove24--Cerapatabd ....
110 views
in ব্যাংক বিষয়ক প্রশ্ন by Earnings : 0.11 Usd (99 points)

1 Answer

0 like 0 dislike
কে ব্যাংক একাউন্ট খুলতে পারবে

ব্যাংক একাউন্ট খুলতে হলে আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। ব্যক্তি ছাড়াও একক বা যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান ও আইন মেনে প্রতিষ্ঠিত যে কোনো বৈধ সত্ত্বার নামেও ব্যাংক একাউন্ট খোলা যাবে।
ব্যাংক একাউন্ট খোলার ফর্ম এর ধরন

ব্যাংক একাউন্ট খুলতে ফর্ম এর দরকার পড়ে, যা ব্যাংকসমুহ সরবরাহ করে। ব্যবহার এর উপর ভিত্তি করে ব্যাংক একাউন্ট এর ফর্মকে দুই ভাগে ভাগ করা যায়। যথাঃ

    ব্যক্তিগত একাউন্ট ফর্মঃ ব্যক্তিগত ব্যবহারের জন্য তৈরি করা একাউন্ট তৈরি করতে ব্যক্তিগত একাউন্ট ফর্ম লাগে। এই ধরনের ফর্ম ব্যবহার করে এক বা একাধিক ব্যক্তির নামে ব্যাংক একাউন্ট খোলা যায়।
    প্রাতিষ্ঠানিক একাউন্ট ফর্মঃ ব্যক্তিগত একাউন্টের বাইরে প্রতিষ্ঠান এর নামে ব্যাংক হিসাব খুলতে প্রাতিষ্ঠানিক একাউন্ট ফর্ম ব্যবহার করতে হয়।

ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে

ব্যাংক হিসাব বা ব্যাংক একাউন্ট খুলতে গেলে কিছু কাগজপত্র দরকার হয়। ব্যাংক একাউন্ট খোলার ক্ষেত্রে এসব কাগজপত্র থাকা অত্যাবশ্যক। উল্লেখ্য যে ব্যাংকভেদে উল্লিখিত কাগজপত্রের ক্ষেত্রে তারতম্য দেখা যেতে পারে।

ব্যাংক একাউন্ট খুলতে সাধারণত যা লাগেঃ

    ব্যাংক প্রদত্ত অ্যাকাউন্ট ফরম
    সাম্প্রতিক সময়ে তোলা একাউন্ট হোল্ডারের দুই কপি পাসপোর্ট সাইজের রংগিন ছবি (সত্যায়িত দরকার হতে পারে)
    সাম্প্রতিক সময়ে তোলা নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি
    অ্যাকাউন্ট হোল্ডার ও নমিনি, উভয়ের ছবিযুক্ত পরিচয় পত্র, যেমনঃ জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স, যেকোনো একটির অনুলিপি

জন্মনিবন্ধন সনদ ব্যবহার করেও ব্যাংক একাউন্ট খোলা যায়। তবে সেক্ষেত্রে হিসাব পরিচালনাকারীর ছবিযুক্ত অন্য যেকোনো গ্রহণযোগ্য পরিচিতিপত্র প্রদান করতে হতে পারে।

একক মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যবসায়িক চলতি হিসাব খুলতে গেলে হালনাগাদ ট্রেড লাইসেন্স ও প্রতিষ্ঠানের সিল লাগে। ব্যবসার ধরন ও প্রকৃতি অনুসারে কাগজপত্রের চাহিদা বাড়তেও পারে।
ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

ব্যাংক একাউন্ট খুলতে গেলে নিম্নে বর্ণিত দরকারী বিষয় সম্পর্কে জানা উচিতঃ

    ফরমঃ ব্যাংক প্রদত্ত একাউন্ট ফরমটি সংগ্রহ করে যথাযথ তথ্য দিয়ে ফরমটি পূরণ করুন।
    স্পেসিমেন সিগনেচার কার্ডঃ ব্যাংক অফিসারের সামনে অ্যাকাউন্ট হোল্ডারের স্বাক্ষর করতে হয়, যা স্পেসিমেন সিগনেচার কার্ড নামে পরিচিত। অধিকাংশ ক্ষেত্রেই এই কার্ড একাউন্ট খোলার ফরমের সাথেই দিয়ে দেওয়া হয়।
    পরিচয়দানকারীঃ যিনি ব্যাংক একাউন্ট খুলছেন, তার পরিচয় নিশ্চিতকরণে একজন পরিচয়দানকারীর প্রয়োজন হয়। একাউন্ট খোলার সময় পরিচয়দানকারী স্বশরীরে উপস্থিত না হলেও চলে। তবে পরিচয়দানকারী থাকার বাধ্যবাধকতা এখন আর নেই।
    নমিনিঃ একাউন্ট যিনি খুলছেন, তার অবর্তমানে একাউন্টের মালিককে বলা হচ্ছে নমিনি।

উল্লিখিত কাগজপত্র ও তথ্য একত্র করে যে ব্যাংকে একাউন্ট খুলতে চান, সে ব্যাংকের নিকটস্থ শাখায় যোগাযোগ করুন। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি প্রথমে একবার ব্যাংকের হেল্পলাইনে কল করে কথা বলে নিতে পারেন। এতে দরকারি ডকুমেন্ট জোগাড় করা সহজ হবে। আপনার প্রদত্ত তথ্য ও কাগজপত্র যথাযথ হলে অল্পসময়ের মধ্যেই ব্যাংকে আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে।

অনলাইনে ব্যাংক একাউন্ট খোলা যাবে যেসব ব্যাংকে

স্বশরীরে ব্যাংক একাউন্ট খোলার পদ্ধতি অনেকটাই সহজ বলা চলে। ব্যাংক একাউন্ট খোলার এই প্রক্রিয়াকে আরো সহজ করতে যুক্ত হয়েছে অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার সুবিধা। এর ফলে আপনি ঘরে বসেই ব্যাংক একাউন্ট খুলতে পারবেন। বর্তমানে যেসব ব্যাংকে অনলাইনে ঘরে বসেই ব্যাংক একাউন্ট খোলা যাবে, সেসব ব্যাংকের মধ্য থেকে কিছু ব্যাংকের তালিকা নিচে দেওয়া হলো।

    ন্যাশনাল ব্যাংকঃ NBLiPower অ্যাপ থেকেই খোলা যাবে ন্যাশনাল ব্যাংকের একাউন্ট। অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
    ডাচ বাংলা ব্যাংকঃ অনলাইনে একাউন্টের জন্য আবেদন করলেও কাগজপত্র ব্যাংকে গিয়ে জমা দিতে হয়। Nexus Pay অ্যাপ থেকে অনলাইনে একাউন্ট খোলা যায়। অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
    সিটি ব্যাংকঃ Ekhoni App থেকে অনলাইনে সিটি ব্যাংকের একাউন্ট খোলা যায়। এপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
    সোনালি ব্যাংকঃ Sonali eSheba এপ থেকে একাউন্ট খোলা যায়। তবে ইন্টারনেট ব্যাংকিং এর ক্ষেত্রে Sonali eWallet এপ ব্যবহার করতে হয়।
    ইউসিবিঃ UClick অ্যাপ ব্যবহার করে একাউন্ট খোলার পাশাপাশি অনলাইন ব্যাংকিং ও করা যায়। অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
    ইসলামী ব্যাংকঃ CellFin এপ ব্যবহার করে একাউন্ট খোলার পাশাপাশি ফান্ড ট্রান্সফার ও করা যায়। অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
    আইএফআইসি ব্যাংকঃ এই লিংক ব্যবহার করে ঘরে বসেই ব্যাংক একাউন্ট খোলা যাবে।
    ব্যাংক এশিয়াঃ এই লিংকে গিয়ে সেভিংস বা কারেন্ট একাউন্ট এর জন্য আবেদন করা যাবে। তবে অনলাইনে আবেদন করলেও কাগজপত্র ব্যাংকে গিয়ে জমা করতে হবে।

উল্লিখিত বাংকসমুহ ছাড়াও আরো কিছু ব্যাংকের একাউন্ট অনলাইনে ঘরে বসেই খোলা যায়। আপনি যে ব্যাংকে একাউন্ট খুলতে চান, সে ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করেও অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে পারবেন।
by Earnings : 7.67 Usd (6,719 points)

Related questions

-- Payment Method & Thresholds--Referral Program--Help--
-- FAQ --- Terms --DMCA ---Contact Us --
Language Version--English --Bengali ---Hindi ---
...