You can also earn money by answering questions on this site Find out the details

Categories

Sister Links: -- Nishiddho--BDLove24--Cerapatabd ....
51 views
in বাস ট্রেন ও যানবাহনের তথ্য by Earnings : 7.67 Usd (6,719 points)

1 Answer

0 like 0 dislike
আপনি কি ঢাকা টু বরিশাল রুটের লঞ্চের সময়সূচি ২০২২, টিকিট মূল্য ও অনলাইন কেবিন বুকিং সিস্টেম ইন্টারনেটে অনুসন্ধান করছেন? তাহলে আপনি ঠিক জায়গায় আছেন। এই নিবন্ধের আলোচ্য বিষয় হল ঢাকা টু বরিশাল লঞ্চ সময়সূচি ভাড়া এবং অনলাইন টিকিট বুকিং সিস্টেম। প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকা থেকে বরিশাল লঞ্চে ভ্রমন করে। এর অন্যতম প্রধান কারণ যে কোন যানবাহনে তুলনায় লঞ্চ ভ্রমণ অত্যন্ত আরামদায়ক এবং নিরাপদ। খুব বড় ধরনের দুর্ঘটনা না ঘটলে লঞ্চের দুর্ঘটনা হার নেই বললেই চলে। তাই লঞ্চ ভ্রমণ সব বয়সী মানুষের কাছে একটি জনপ্রিয় ভ্রমণ।ঢাকা টু বরিশাল রুটে নিয়মিতভাবে এই সমস্ত লঞ্চ চলাচল করে।


এমভি সুরভী – ৭,এমভি সুরভী – ৮,এমভি সুরভী – ৯
এমভি সুন্দরবন – ৮,এমভি সুন্দরবন – ১০,এমভি সুন্দরবন- ১১
এমভি পারাবত – ৮,এমভি পারাবত- ১০,এমভি পারাবত – ১১,এমভি পারাবত – ১২
এমভি টিপু – ৭,এম ভি ফারহান-৮এমভি টিপু – ৭,এম ভি ফারহান-৮
এমভি কামাল-১
এ্যাডভেঞ্চার – ৯,এ্যাডভেঞ্চার – ১
এমভি কীর্তনখোলা – ২,এমভি কীর্তনখোলা- ১০
এমভি গ্রীন লাইন-২,এমভি গ্রীন লাইন-৩
এমভি মানামী
এমভি কুয়াকাটা- ২


দিনের সময়:


ঢাকা থেকে বরিশাল ভোর- ৬.১৫ মিনিট, রাত- ৭.৩০ মিনিট


বরিশাল থেকে সদরঘাট, ঢাকা সকাল- ৯.১৫ মিনিট, রাত- ৯.১৫ মিনিট

রাতের সময়:

ঢাকা থেকে বরিশাল বিকাল- ৫টা বিকাল- ৫.৩০ মিনিট, সন্ধ্যা- ৬টা বিকাল-৬.১৫ মিনিট, রাত- ৯.৪৫ মিনিট।

বরিশাল থেকে সদরঘাট, ঢাকা দুপুর- ১২টা বিকাল- ৩টা বিকাল-৩.১৫ মিনিট, সন্ধ্যা- ৬.৩০ মিনিট, রাত- ৭.৩০ মিনিট।

ঢাকা থেকে বরিশাল লঞ্চের টিকিট মূল্য
ঢাকা থেকে বরিশাল হয়ে যারা কুয়াকাটা , ভাসমান পেয়ারা বাজার সহ অন্য দিকে যাবেন তাদের জন্য প্রয়োজনীয় তথ্যঃ (আপডেট – ১৩-৮-২০১৮) 2021 সালের লাস্ট আপডেট অনুযায়ী লঞ্চ ভাড়া দাম 15 পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে। সেক্ষেত্রে আগে তাদের সাথে বর্তমান দাম এডজাস্ট করে নিতে হবে।
লঞ্চ এর বিভিন্ন শ্রেনী বিভাগ অনুযায়ী ভাড়াঃ
ডেক শ্রেনীঃ ২০০ টাকা
সোফাঃ ৫০০-৬০০ টাকা
সিঙ্গেল কেবিনঃ ১০০০ টাকা
ডাবল কেবিনঃ ১৮০০ টাকা
 অথবা, লঞ্চে সিঙ্গেল কেবিনের ভাড়া ৮৫০ টাকা, ডাবল কেবিনের ভাড়া ১৬০০, ডেকে ২৫০ টাকা।
ঢাকা-বরিশাল রুটের লঞ্চের টিকিট বুকিং সিস্টেম
ঢাকা থেকে বরিশাল রুটের লঞ্চ গুলোতে টিকিট বুকিং সিস্টেম। ঢাকা থেকে বরিশাল লঞ্চের টিকিট আপনি অনলাইনে shohoz.*** খুব সহজে বুকিং দিতে পারেন। অথবা আমি পোস্টের এই অংশে লঞ্চের কিছু নম্বর যুক্ত করেছি। এই নাম্বারগুলোতে ফোন দিয়ে আপনি সরাসরি টিকেট বুকিং দিতে পারবেন। অথবা লঞ্চ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারবেন।

এমভি সুরভী – ৭,এমভি সুরভী – ৮,এমভি সুরভী – ৯
যোগাযোগের ঠিকানা ও মোবাইল নম্বর:

মেসার্স সুরভী নেভিগেশন কোং

প্যারারা রোড, বরিশাল।

কাউন্টার- ০১৭১২-৭৭২৭৮৬

এমভি সুন্দরবন – ৮,এমভি সুন্দরবন – ১০,এমভি সুন্দরবন- ১১
মেসার্স সুন্দরবন নেভিগেশন কোং

ফজলুল হক এভিনিউ, বরিশাল।

কাউন্টার-   ০১৭১১-৩৫৮৮৩৮

ম্যানেজার- ০১৭৫৮-১১৩০১১

মো- ০১৭১৮-০২৪০৬৭

এমভি পারাবত – ৮,এমভি পারাবত- ১০,এমভি পারাবত – ১১,এমভি পারাবত – ১২
মেসার্স পারাবত শিপিং লাইন্স

ফজলুল হক এভিনিউ, বরিশাল।

ম্যানেজার-০১৭১৫-৩৮৪১৩১

– ০১৭১১-৩৪৬০৮০

– ০১৫৫২-৪২৯৭৪৬

এমভি টিপু – ৭,এম ভি ফারহান-৮
মেসার্স আগরপুর নেভিগেশন কোং

ফজলুল হক এভিনিউ, বরিশাল।

সুপারভাইজার-০১৭৭৭-৬৮৩৯৯৮

-০১৭১৬-২৪৮২২২

এমভি কামাল-১
মেসার্স হাজী কামাল শিপিং লাইন্স

সদর রোড, বরিশাল।

সুপারভাইজার-০১৭১২-৩৮২৪১৪

এমভি কীর্তনখোলা – ২,এমভি কীর্তনখোলা- ১০
মেসার্স সালমা শিপিং লাইন্স

সদর রোড, বরিশাল।

ম্যানেজার-০১৭১১-৩৩৬৮৭১

সুপারভাইজার-০১৭১৭-৮৬০৩৩৩

এমভি কামাল-১
মেসার্স হাজী কামাল শিপিং লাইন্স

সদর রোড, বরিশাল।

সুপারভাইজার-০১৭১২-৩৮২৪১৪

এ্যাডভেঞ্চার – ৯,এ্যাডভেঞ্চার – ১
মেসার্স নিজাম শিপিং লাইন্স, প্যারারা রোড,  বরিশাল।

ম্যানেজার- ০১৭২১-৯৪৪৬৬৯

০১৭১৪-২৩৩৯০০

০১৯১১-৬৬৭৩১৮

এমভি কালাম খান- ১
মেসার্স ফারুক শিপিং লাইন্স

সদর রোড, বরিশাল।

মোবা- ০১৭২০-৬৭৬৯১৩

এমভি গ্রীন লাইন-২,এমভি গ্রীন লাইন-৩
মেসার্স গ্রীন লাইন ওয়াটার ওয়েজ, সদর রোড, বরিশাল।

ম্যানেজার-০১৯৭০-০৬০০৩৩

০১৭৩০-০৬০০৩৩

এমভি মানামী
২৩৯/৪০ সিটি মার্কেট, উদয়ন স্কুলের দোতলায়,

বরিশাল।মোবা- ০১৩০৯-০৩৩৫৮৬

এমভি কুয়াকাটা- ২
মেসার্স ডলার এন্টারপ্রাইজ

ডি এস মার্কেট, কাকলির মোড়, সদর রোড, বরিশাল।

মোবা- ০১৭১১-৩২৫৯১৭
by Earnings : 7.67 Usd (6,719 points)

Related questions

-- Payment Method & Thresholds--Referral Program--Help--
-- FAQ --- Terms --DMCA ---Contact Us --
Language Version--English --Bengali ---Hindi ---
...