১২ ও ১৬ এর ল.সা.গু. ৪৮। তাই লঘিষ্ঠ সংখ্যাটি ৪৮ এর চেয়ে ছোট হবে। এখানে,
৪১ = ৩ x ১২ + ৫
আবার, ৪১ = ২ x ১৬ + ৯
অর্থাৎ, ৪১ সংখ্যাটিকে ১২ ও ১৬ দিয়ে ভাগ করলে যথাক্রমে ৫ ও ৯ অবশিষ্ট থাকবে।
বি.দ্র. এ ধরণের প্রশ্নের ক্ষেত্রে অপশনসমূহে শর্ত আরোপ করেও দ্রুত উত্তর বের করা যেতে পারে।