"সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়"-এ কথাটির অর্থ হলো - সময় থাকতে যে কাজটি অল্প করলেই প্রয়োজন পূরণ করে, অসময়ে তার থেকে হাজার গুন কাজ করেও কোন ফায়দা পাওয়া যায় না। কথাটি দ্বারা অনুধাবন করা যায়, যে কথা যেখানে বা যে সময়ে বলা প্রয়োজন, সেটা সেখানেই বা সে সময়েই বলা উচিত। যে কাজ যেখানে বা যে সময়ে করা প্রয়োজন সেটা সেখানেই বা সে সময়েই করা উচিত। আর, যে বিষয় যার সাথে সম্পৃক্ত সেটা একমাত্র তার সাথেই শেয়ার করা উচিত। এর ব্যত্যয় ঘটলে যে পরিস্থিতি বা পরিবেশ তৈরী হয়, এর জন্য সংশ্লিষ্ট সবাইকে চড়া মূল্য দিতে হয়। ফোঁড় শব্দের অর্থ - ছিদ্র, ফোটা, দোষ, ত্রুটি — ইত্যাদি।