অবিভাজ্য এর বাংলা অর্থ
অবিভাজ্য এর বাংলা অর্থ অবিভাজ্য [ abibhājya ] বিণ. ভাগ করা যায় না বা ভাগ করা অনুচিত এমন।[সং. ন + বিভাজ্য]।[অবিভাজ্জো] (বিশেষণ) ভাগ করা অসাধ্য বা অনুচিত এমন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিভাজ্য; (নঞ্ তৎপুরুষ সমাস); ( বহুব্রীহি সমাস)} ।