কোনো গতিশীল বস্ত তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। কোনো গতিশীল বস্তু স্থির অবস্থায় আসার পূর্ব পর্যন্ত যে পরিমাণ কাজ করতে পারে তার দ্বারা বস্তুটির গতিশক্তি পরিমাপ করা হয়। পদার্থবিজ্ঞানে গতিশক্তি বলতে কোন বস্তুর গতির কারণে কাজ করার সামর্থ্য লাভ করে তা বোঝানো হয়।