গোলাপের শুকিয়ে যাওয়া বা ডাইব্যাক (Die Back) রোগ সম্পর্কে: এটি মূলত ছত্রাকের আক্রমণে হয়ে থাকে। এর জন্য দায়ী ডিপ্লোডিয়া রোসেরাম (Diplodia rosarum) নামক এক ঘাতক ছত্রাক। গাছ আঘাত পায় বা Stress এ পড়ে এমন যেকোন কারণেই ডাইব্যাক এর আক্রমণ হতে পারে যেমন
অতিরিক্ত পানি দেয়া বা কম পানি দেয়া,
মাটিতে খাদ্যাভাব তথা proper nutrients এর অভাব, আবার অনেক সময় কোন ডালে ফুল ফুটবার পর ওই ডালে নতুন করে কোন কজ বা ফুল ফোটার সম্ভাবনা না থাকলেও ডাল ন্যাচারালি শুকিয়ে যায়।
তবে সব থেকে বেশি যে কারণে হয় সেটি হচ্ছে প্রুনিং ভালোভাবে না করা। প্রুনিং করার কিছু নিয়ম আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ডালটি 45 ডিগ্রি এঙ্গেলে কাটতে হয়, খুব ভালোভাবে ছুরি বা কাঁচি বা সিকেচার জীবাণুমুক্ত করে নিতে হয় এবং কাটার অস্ত্রটি খুব ধারালো হওয়া অবশ্যই বাঞ্ছনীয়। একটি গাছের ডাল কাটার পরে দ্বিতীয় গাছের ডাল কাটার আগে আবার অস্ত্রটি জীবাণুমুক্ত করে নিতে হয়। এখন আপনি যদি ডাল কাটার সময় আপনার অস্ত্রটি ভালোভাবে জীবাণুমুক্ত না করে নেন, ভোঁতা ছুরি দিয়ে ডাল কাটেন, ডাল কাটবার পরে যদি না ফাঙ্গি সাইট/প্রুনিং পেইন্ট এর প্রলেপ না দেন তাহলে এটি স্বাভাবিকভাবেই Die Back এ আক্রান্ত হবে।