প্রকৃতপক্ষে কেবল তেজস্ক্রিয় বিভাজন নয় যে কোন ভাবেই কোন পরমাণুর নিউক্লিয়াস ভেঙ্গে যদি নতুন কোন নিউক্লিয়াস গঠিত হয় তবে কিছু পরিমাণ শক্তিও উৎপন্ন হয়। এই শক্তিকে নিউক্লিয় শক্তি বলে। নিউক্লিয় শক্তি উৎপাদনের কারণ ব্যাখ্যা করেন বিজ্ঞানী আইনস্টাইন। তাঁর আবিষ্কৃত সূত্রটি হল ভর ও শক্তির তুল্যতা সূত্র।