বর্তমানে উৎপাদিত প্রাকৃতিক গ্যাসের ৪৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে, ৩৫ শতাংশ সার উৎপাদনে এবং ২০ শতাংশ অন্যান্য শিল্প-কারখানা ও রান্নার কাজে ব্যবহৃত হয়।
গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উৎপাদনের পর তা পাইপলাইনের মাধমে সরবরাহ করা হয়। সরবরাহ ও চাহিদা অনুসারে পাইপলাইন স্থাপন করা হয়ে থাকে। এ উদ্দেশ্যে সঞ্চালন ও বিতরণ কম্পানি গঠন করা হয়েছে। শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং গৃহস্থালি ভোক্তার কাছে গ্যাস সরবরাহের জন্য বাংলাদেশে আছে বিস্তৃত ও দীর্ঘ গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক। প্রতিবছর ১৩.৪ শতাংশ হারে প্রাকৃতিক গ্যাসের চাহিদা বাড়ছে। বিশেষজ্ঞদের ধারণামতে, ২০৩১ সালের মধ্যে মজুদকৃত গ্যাস শেষ হয়ে যাবে। তাই আমাদের সবার উচিত প্রাকৃতিক গ্যাস ব্যবহারে আরো সাশ্রয়ী হওয়া।