কম্পন বা সংকোচন ও প্রসারণ আমাদের কানের পর্দায় যথেষ্ট কম্পনের সৃষ্টি করে যাতে আমাদের মস্তিষ্ট সেটা শুনতে পায়। আমাদের কান সব শব্দ শুনতে পায় না। সেই সব শব্দই আমরা শুনতে পাই, যে সব শব্দ তরঙ্গের ফ্রিকোয়েন্সি (প্রতি সেকেন্ডে কম্পনের পরিমাণ) ২০ থেকে ২০০০০-এর মধ্যে থাকে।