পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। ওই ছবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খানকে স্ট্রেচারে শোয়া অবস্থায় দেখা যাচ্ছে।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের ওই ছবি ২০১৪ সালের। ওই বছর ১৭ আগস্ট ইমরান খান নিজেই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন।
আজ বৃহস্পতিবার দুপুরে পাঞ্জাবের ওয়াজিরাবাদে ইমরান খানের লংমার্চের বহরে ঢুকে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এতে ইমরান খানসহ দলটির বেশ কয়েকজন নেতা–কর্মী আহত হয়েছেন। ইমরানের পায়ে তিন–চারটি গুলি লেগেছে বলে তাঁর দলের নেতারা জানিয়েছেন।
গুলিবিদ্ধ ইমরান খানকে লাহোরের শওকত খানুম হাসপাতালে নেওয়া হয়েছে বলে পাকিস্তানভিত্তিক জিও নিউজ জানিয়েছে।