ভারতের রিলায়েন্স ব্যবসায়িক সাম্রাজ্যের প্রধান মুকেশ আম্বানি কেবল ভারতের নয়, এশিয়ার শীর্ষ ধনী। গত দুই বছরের বেশির ভাগ সময় ধরে এশিয়ার শীর্ষ ধনীর আসনে থেকেছেন আম্বানি। যদিও এ বছরের শুরুতে নতুন একটা মোড় নিয়েছিল এই শীর্ষত্ব নিয়ে। চীনা ধনকুবের পানি ব্যবসায়ী ঝং শানশানের কাছে এশিয়ার শীর্ষ ধনীর মুকুট হারান তিনি। পরে মার্চে শানশানের বোতলজাত পানি কোম্পানির শেয়ারের দাম রেকর্ড ২০ শতাংশ পড়ে যাওয়ায় আবার শীর্ষস্থানে আসীন হন আম্বানি।
সম্প্রতি প্রকাশিত ফোর্বসের ৩৫তম বার্ষিক বিলিয়নিয়ারের তালিকায় ভারতের শীর্ষ ধনী নিয়ে কোনো পরিবর্তন আসেনি, আম্বানিই আছেন। তবে চমক এসেছে দ্বিতীয় শীর্ষ ধনীর অবস্থান নিয়ে। দ্বিতীয় অবস্থানে আছেন গৌতম আদানি। মজার বিষয় হচ্ছে, কেবল মুকেশ নন বিশ্বের সব শীর্ষ ধনীকে এ বছর টেক্কা দিয়েছেন ভারতের আদানি গোষ্ঠীর এই চেয়ারম্যান। চলতি বছরে জেফ বেজোস, ইলন মাস্ক, মুকেশ আম্বানিদের ছাপিয়ে সবচেয়ে দ্রুতগতিতে সম্পত্তি বাড়িয়েছেন গৌতম।
ফোর্বসের তালিকায় ভারতের যে শীর্ষ ১০ ধনীর কথা বলা হয়েছে, তাঁদের মধ্যে দুজনই স্বাস্থ্যসেবা খাতের সঙ্গে যুক্ত। মহামারির মধ্যে এ খাতের পণ্যের যে বিপুল চাহিদা তৈরি হয়েছে, তাতে ফুলে ফেঁপে উঠেছে তাঁদের সম্পদ। একনজরে দেখে নেওয়া যাক ভারতের শীর্ষ ১০ ধনীর নাম।