'বিকল্প নোবেল' বা ‘Alternative Nobel’ হিসেবে পরিচিত 'রাইট লাইভলিহুড' পুরস্কার জিতল আইনজীবী ঋত্বিক দত্ত এবং রাহুল চৌধুরীর প্রতিষ্ঠিত লিগাল ইনিশিয়েটিভ ফর ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট বা 'লাইফ'। দুর্বল জনগোষ্ঠীকে তাদের জীবিকা রক্ষার জন্য ক্ষমতায়ন এবং পরিষ্কার পরিবেশের অধিকার আদায় করার জন্য পুরস্কৃত হল ঋত্বিক, রাহুলের সংগঠন। ২০০৫ সালে লিগাল ইনিশিয়েটিভ ফর ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট সংগঠনটি গঠন করেন দুই আনজীবী।