নিজ দেশের প্রতি টান ও ভালোবাসা সবারই থাকে। কিন্তু প্রবাসীরা সেই টান-ভালোবাসার পাশাপাশি পরিবার-পরিজনের মায়া ত্যাগ করে পাড়ি দেন বিদেশে। তাদের পাঠানো রেমিটেন্স দেশের বড় চালিকাশক্তি। বিভিন্ন দেশের অর্থনীতির যেসব খাত নিয়ে গর্ব করা হয় এর একটি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স।
চলুন জেনে নিই প্রবাসী আয়ের দিক শীর্ষে কোন দেশ রয়েছে
ভারত: প্রবাসী আয়ে শীর্ষ অবস্থান ভারতের। বিভিন্ন দেশে বসবাসরত দেশটির নাগরিকরা সাত হাজার ৮৬১ কোটি ডলার পাঠিয়েছেন নিজ দেশে।
চীন: ২০১৮ সালে চীনের প্রবাসী আয়ের পরিমাণ ছিল ছয় হাজার ৭৪১ কোটি ডলার, যা দ্বিতীয় সর্বোচ্চ।
মেক্সিকো: তৃতীয় অবস্থানে আছে মেক্সিকো। রেমিট্যান্স থেকে তাদের বার্ষিক আয় তিন হাজার ৫৬৬ কোটি ডলার।
ফিলিপাইন: প্রবাসী আয়ের দিক দিয়ে চতুর্থ স্থানে রয়েছে ফিলিপাইন। দেশটি প্রবাসীদের কাছ থেকে ২০১৮ সালে তিন হাজার ৩৮৩ কোটি ডলার পেয়েছে।
মিশর: প্রবাসীদের আয়ের দিক থেকে মিশরীয়দের অবস্থান পঞ্চম। দেশটি দুই হাজার ৮৯২ কোটি ডলারের রেমিট্যান্স পেয়েছে গত বছর।
ফ্রান্স: ইউরোপীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স পায় ফ্রান্স, ২০১৮ সালে যার পরিমাণ ছিল দুই হাজার ৬৪৩ কোটি ডলার।
নাইজেরিয়া: আফ্রিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে নাইজেরিয়া৷ তাদের বার্ষিক প্রবাসী আয়ের পরিমাণ দুই হাজার ৪৩১ কোটি ডলার।
পাকিস্তান: দক্ষিণ এশিয়ায় ভারতের পর সবচেয়ে বেশি রেমিট্যান্স আয় করা দেশ পাকিস্তান। গত বছর তাদের প্রবাসীরা দুই হাজার ১০০ কোটি ডলার পাঠিয়েছে দেশে।
জার্মানি: ফ্রান্সের পর জার্মানিই ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আয়কারী দেশ। ২০১৮ সালে এক হাজার ৭৩৬ কোটি ডলার পেয়েছে তারা এই খাত থেকে।
ভিয়েতনাম: শীর্ষ দশের সবশেষ দেশটি এশিয়ার ভিয়েতনাম। ২০১৮ সালে এক হাজার ৫৯৩ কোটি ডলারের বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন ভিয়েতনামের প্রবাসীরা।
বাংলাদেশ: ২০১৫ সালেও প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান ছিল শীর্ষ দশে। ভিয়েতনামের কাছে সেই জায়গাটি হারিয়ে নেমে আসতে হয়েছে এগারোতে। গত বছর বাংলাদেশে মোট এক হাজার ৫৫০ কোটি ডলার পাঠিয়েছে প্রবাসীরা।