ক্রিকেট খেলায় সেঞ্চুরি বুঝাতে একজন ব্যাটসম্যানের এক ইনিংসে ১০০ বা তদূর্ধ্ব রান সংগ্রহ করাকে বুঝায়। জুন, ২০১৯ সাল পর্যন্ত সর্বমোট ২১জন বাংলাদেশী ক্রিকেটার টেস্ট ক্রিকেটে কমপক্ষে একটি সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন।[১] তন্মধ্যে মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান দ্বি-শতক হাঁকিয়েছেন। তন্মধ্যে, মুশফিকুর রহিম ভারতের এম এস ধোনি’র পর টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় উইকেট-রক্ষক-অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখান।[২] মোহাম্মদ আশরাফুল টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন। অন্যদিকে তামিম ইকবাল ও মমিনুল হক যৌথভাবে সবচেয়ে বেশি ৮টি টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন।[৩] এরপরই মোহাম্মদ আশরাফুল ও মমিনুল হক ৬টি সেঞ্চুরি করে দ্বিতীয়স্থানে অবস্থান করছেন। কোন খেলোয়াড়ই ত্রি-শতক হাঁকাতে পারেননি।[৪]
২০১৩ সালে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে সোহাগ গাজী একই টেস্টে হ্যাট্রিক ও সেঞ্চুরি করেছেন।[৫] ২০১৮ সালে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মমিনুল হক এক টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করেছেন।[৬] ২০১৯ সালে সেডন পার্কে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সৌম্য সরকার দ্রুততম সেঞ্চুরি করেন। ৯৪ বলে করা এ সেঞ্চুরির সাথে তামিম ইকবাল জড়িত রয়েছেন। ২০১০ সালে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৯৪ বলে তিনিও সেঞ্চুরি করেন।[৭][৮]