এ বছর যৌথভাবে মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার পেলেন কানাডিয়ান লেখক মার্গারেট অ্যাটউড এবং অ্যাংলো-নাইজেরিয়ান বার্নারডিন ইভারিস্তো। অ্যাটউড তার ‘দ্য টেক্সামেন্ট’ উপন্যাসের জন্য এই সম্মান অর্জন করেন। এ নিয়ে তিনবার বুকার পুরস্কারে ভূষিত হলেন তিনি। আর ইভারিস্তো ‘গার্ল, ওমেন, আদার্স’ উপন্যাসের জন্য পুরস্কার পান।
বুকারের ৫০তম বার্ষিকীতে লন্ডনের গিন্ডহলে এক অনুষ্ঠানে তাদের এ পুরস্কার হস্তান্তর করা হবে। পুরস্কারের ৫০ হাজার পাউন্ড দুই লেখক সমানভাবে পাবেন। বুকার পুরস্কারের পাঁচ সদস্যের জুরি বোর্ড আজ তাদের নাম ঘোষণা করেছে।
মার্গারেট অ্যাটউড (৭৯) এর আগে ১৯৭৪ ও ১৯৯৭ সালে বুকার পুরস্কার লাভ করেন।
এ বছর শর্টলিস্টে যে ছয়জন লেখক বাছাই হয় তাদের চারজনই নারী।
ইভারিস্তো (৬০) এই পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় আনন্দ প্রকাশ করে বলেন, ‘আমিই প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে এই পুরস্কারের সম্মান অর্জন করেছি।’