জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বিশ্ববন্ধু’ এবং কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ হিসেবে স্বীকৃতির প্রজ্ঞাপন দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে লিখিত বক্তব্য রাখেন সমিতির সভাপতি হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শফিকুল ইসলাম।
তিনি বক্তব্যে উল্লেখ করেন, জাতিসংঘের একটি অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে ‘বিশ্ববন্ধু’ হিসেবে অখ্যায়িত করা হয়। কিন্তু এখনও দাফতরিকভাবে বঙ্গবন্ধুকে ‘বিশ্ববন্ধু’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়নি। বঙ্গবন্ধু শুধু বাঙালির নেতা বা বন্ধু ছিলেন না। বঙ্গবন্ধুর অবদান শুধু বাঙালি জাতির মধ্যে সীমিত নয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে তার অবদান অপরিসীম। তিনি নিপীড়িত মানুষের নেতা ছিলেন।
মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যেহেতু বিশ্বনেতারা অংশগ্রহণ করবেন, তাই বঙ্গবন্ধুকে ‘বিশ্ববন্ধু’ হিসেবে স্বীকৃতি অর্জনের জন্য বর্তমান সরকার ও আওয়ামী লীগের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির নেতারা।