তাপ প্রয়োগের ফলে পদার্থের অভ্যন্তরীণ গতিশক্তি বৃদ্ধি পায়। ফলে পদার্থের অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক শক্তি হ্রাস পায়। ফলে পদার্থ আয়তনে বৃদ্ধি পায় অর্থাৎ প্রসারিত হয়। কঠিন পদার্থের আন্তঃআণবিক শক্তি থাকে সবচেয়ে বেশি আর তা ভাঙতেও শক্তি প্রয়োগ করতে হয় তাই বেশি।