সকল চার্জিত বস্তুর মধ্যে বিদ্যমান চার্জই এই ক্ষুদ্রতম চার্জের গুণিতক মাত্র; অর্থাৎ ইলেকট্রনের চার্জেরই গুণিতক হবে। এক চার্জের কোয়ান্টায়ন বলে। প্রকৃতিতে ee মানের ভগ্নাংশে কোনো চার্জের অস্তিত্ব নেই । যেমন 2.5e2.5e, −3.7e−3.7e ইত্যাদি পরিমাণ চার্জ পাওয়া সম্ভব নয়।
চার্জের সংরক্ষণশীলতা (Conservation of charge)
একটি কাচদন্ডকে রেশমি কাপড় দ্বারা ঘর্ষণ করলে কাচ দন্ড ধনাত্মক চার্জে আহিত হয় এবং রেশমি কাপড় ঋণাত্মক চার্জে আহিত হয়। তড়িতাহিতকরণের সময় তড়িতাধান উৎপন্ন হয় না; কেবলমাত্র কিছু সংখ্যক ইলেকট্রন এক পদার্থ হতে অন্য পদার্থে স্থানান্তরিত হয়। বিশ্বের মোট চার্জের পরিমাণ সর্বদা একই থাকে। একটি ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সৃষ্টি বা ধ্বংস কখনই সম্ভব নয়।