You can also earn money by answering questions on this site Find out the details

Categories

Sister Links: -- Nishiddho--BDLove24--Cerapatabd ....
100 views
in সাধারণ by (-14 points)

1 Answer

0 like 0 dislike
নিয়ন আলো হল উজ্জ্বলভাবে প্রদীপ্ত, বৈদ্যুতিক গ্লাস টিউব বা বাল্বের সমন্বয়ে গঠিত বাতি যেগুলোতে বিরল নিয়ন বা অন্য গ্যাসসমূহ প্রবেশ করানো থাকে। নিয়ন আলোসমূহ এক ধরনের কোল্ড ক্যাথোড গ্যাস ডিসচার্জ লাইট। নিয়ন টিউব হল একটি বদ্ধ গ্লাস নল যেটিতে বেশ কয়েকটি গ্যাসসমূহকে কম চাপে পূর্ণ করা থাকে এবং যার প্রতিটি প্রান্তে একটি ধাতব ইলেকট্রোড থাকে। ইলেকট্রোডের জন্য প্রয়োগ করা উচ্চ শক্তিশালী কয়েক হাজার ভোল্ট টিউবটির গ্যাসকে আয়নিত করে, যার ফলে এটি রঙিন আলো ছড়িয়ে দেয়। আলোর রং নির্ভর করে টিউবের গ্যাসের উপর। নিয়ন লাইটের নাম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের নামানুসারে রাখা হয় যেটি জনপ্রিয় কমলা আলো প্রদান করে, আবার অন্যান্য গ্যাস এবং রাসায়নিকসমূহ দিয়ে অন্যান্য রং সৃষ্টি করা যায় যেমন, হাইড্রোজেন (লাল), হিলিয়াম (হলুদ), কার্বন ডাই অক্সাইড (সাদা), এবং পারদ (নীল)। নিয়ন টিউবগুলিকে যেকোন শৈল্পিক আকৃতির আকৃতিতে তৈরি করা যায় এবং তা হতে পারে কোন অক্ষর বা ছবি। তাদেরকে প্রধানত বিজ্ঞাপনের জন্য চমকপ্রদ, নানা রং এর প্রদীপ্ত চিহ্নসমূহ তৈরি করার জন্য ব্যবহৃত হত যাদেরকে নিয়ন সাইন বলা হত এবং তা ১৯২০ থেকে ১৯৫০ এর দশকে জনপ্রিয় ছিল।

পরিভাষাটি ক্ষুদ্রাকৃতির নিয়ন দীপ্ত বাতিকেও নির্দেশ করে যেগুলোকে প্রায় নিয়ন টিউব লাইটের সাত বছর পরে ১৯১৭ সালে বিকশিত করা হয়[১]। যদিও নিয়ন টিউব লাইটসমূহ সাধারণত লম্বায় মিটারে হয়ে থাকে, তবুও নিয়ন বাতিসমূহ দৈর্ঘ্যে এক সেন্টিমিটারের চাইতেও ছোট হতে পারে এবং টিউব লাইটের তুলনায় অনেক বেশি অনুজ্জ্বল দ্যুতি ছড়াতে পারে। তাদেরকে ছোট নির্দেশক বাতি হিসেবে এখনও ব্যবহার করা হয়। ১৯৭০ এর দশকে নিয়ন গ্লো ল্যাম্পসমূহ ইলেকট্রনিক্সের সংখ্যাসূচক ডিসপ্লে, ক্ষুদ্র আলংকারিক বাতির জন্য এবং বর্তনীতে সংকেত প্রক্রিয়াকরণ ডিভাইস হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হত। যদিও বাতিগুলো এখন সুপ্রাচীন, পরবর্তীতে নিয়ন গ্লো ল্যাম্পের প্রযুক্তিকে সমসাময়িক প্লাজমা পর্দা এবং টেলিভিশনের মধ্যে উন্নীত করা হয়[২][৩]।
by (4 points)

Related questions

-- Payment Method & Thresholds--Referral Program--Help--
-- FAQ --- Terms --DMCA ---Contact Us --
Language Version--English --Bengali ---Hindi ---
...