বিদ্যুৎশক্তি ব্যবহার করে আলো জ্বালানোর ধারণাটার প্রয়োগ অনেক চেষ্টা করেও ঘটাতে পারছিলেন না কেউই। ১৮০৮ সালে এ ব্যাপারে যুগান্তকারী এক আবিষ্কার পাল্টে দেয় পৃথিবীর চেহারা। ইংরেজ বিজ্ঞানী হামফ্রে উদ্ভাবন করেন পৃথিবীর প্রথম বৈদ্যুতিক বাল্ব (যুক্তরাষ্ট্রের টমাস আলভা এডিসনকেও অনেকে এই কৃতিত্ব দিয়ে থাকেন)। ব্যাটারির দুই দিকের ঋণাত্মক ও ধনাত্মক শক্তি ও এক জোড়া কার্বনের সাহায্যে তিনি একটি কাচের বাল্বে আলো জ্বালান।
দুটি কার্বনের ঠিক মধ্যখান দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করেই মূলত বাল্বটি জ্বালানো হয়েছিল। হামফ্রের এই আবিষ্কারের পর মানুষের জীবন হয়ে ওঠে অনেক বেশি আলোকময়, আধুনিকতার পথে মানবসভ্যতাও এগিয়ে যায় অনেকটা পথ।