বৃহস্পতি, শনি ইউরেনাস এবং নেপচুন। গঠনগত কারণে সৌরজগতের এই চারটি গ্রহকে বলা হয় গ্যাসীয় দানব গ্রহ। শনির বলয়ের কথা আমরা কম-বেশি প্রায় সবাই জানি। গ্রহের বলয়ের কথা শুনলে মাথায় ভাসে শনিগ্রহের ছবিটাই। মজার ব্যাপার হচ্ছে শুধু শনি নয়, সৌরজগতের এই চারটি গ্রহেরই বলয় আছে। এগুলো মূলত ধুলিকণা ও বিভিন্ন গ্যাসীয় অণুর মিশ্রণে তৈরি।
পৃথিবীসহ সৌরজগতের বাকি তিনটি গ্রহ অর্থাৎ মঙ্গল, শুক্র ও বুধ মূলত পাথুরে (Terrestrial) ধরনের। এদের চারপাশে নেই কোন বলয়। কিন্তু কেন? পাথুরে গ্রহ বলেই কি? নাকি ভিন্ন কারণ?
গ্রহের চারপাশে বলয় কীভাবে তৈরি হয়, তা নিয়ে দুটি তত্ত্ব রয়েছে। প্রথম তত্ত্ব বলে, গ্রহ তৈরি হওয়ার সময় গ্রহের অবশিষ্ট উপদান থেকে তৈরি হতে পারে বলয়। দ্বিতীয়টি অনুযায়ী, গ্রহের উপগ্রহ ধ্বংসের মাধ্যমে বলয় তৈরি হতে পারে।