সৌর জগতের বেশীর ভাগ জায়গায় ফাঁকা। আপাত দৃষ্টিতে সৌরজগতের বেশীরভাগ জায়গাকে ফাকা মনে হলেও প্রতিনিয়ত সৌরজগতের এই ফাকা জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলেছে। যেমন কোয়ান্টম ফ্লাকচুয়েশন। আমার সৌরজগতের মহাশূন্যে আলোর কোনো বিচ্ছুরণ হয় না তাই সবকিছু অন্ধকার থাকে।