এটাই মহাকর্ষ বলের আকর্ষণপ্রক্রিয়া। বড় ও ভারী বস্তুর আকর্ষণ–ঢাল বেশি বড়, ছোট ভরের ক্ষেত্রে ছোট। বড় বস্তুর মহাকর্ষ বলের টানে ছোট ভরের বস্তুগুলো বড় ভরের বস্তুর দিকে আকৃষ্ট হয়ে এর চারপাশে ঘুরতে থাকে। সূর্য কেন্দ্রীয় অবস্থানে রয়েছে; কারণ সৌরজগতের সূচনায় এটাই ছিল সব বস্তুকণার উৎস।