১৯৭৭ সালে বয়জার নামে স্পেস ক্রাফট লঞ্চ করা হয়েছিলো। প্রথমে বয়জার ২ এবং তার কিছু পর বয়জার ওয়ান লঞ্চ করা হয়। যা আমাদের সোলার সিস্টেমের গ্যাস প্লানটসগুলোকে দেখতে সাহায্য করে আর এগুলোতে লাগানো ক্যামেরাগুলো বন্ধ করার পরেও আজও তারা তাদের মহাকাশ যাত্রা চালু রেখেছে। কিন্তু বয়জারের মিশনগুলোতে প্লুটোকে সেই সময় কাছ থেকে দেখা যায়নি।
যে কারণে ১৯৩০ সালে আমেরিকার বিজ্ঞানী ক্লাইট টম ব্যাক প্রথম প্লুটোর খোঁজ পান যার জন্য পরে আমাদের সৌরজগতে ৯টি গ্রহ ঘোষণা করা হয়েছিল। বিজ্ঞানীরা মনে করত প্লুটো আকারে অনেক বড় কিন্তু অনেক বিজ্ঞানীরা এটি মানতে রাজি ছিল না। প্লুটো সৌরজগতের অনেকগুলো গ্রহের থেকে অনেক আলাদা ছিল এটি। এটি দেখতে একটি ছোট্ট বরফের গোলার মতো যাযর তাপমাত্রা মাইনাস ২২৫ ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া প্লুটোর অরবিটটি ছিল অন্যান্য গ্রহ থেকে আলাদা। যেখানে অন্যান্য গ্রহের অরবিট প্রায় গোল সেখানে প্লুটোর অরবিট এক্সট্রিমলি ইলেকট্রিক্যাল ডিম্বাকৃতির। এটি সূর্যের চারদিকে ১৭ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে। আর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় অনুযায়ী এটির সময় লাগে ২৪৮ বছর। অর্থাৎ প্লুটোতে কোনো মানুষ যদি একবার যায় তবে তার মৃত্যু হয়ে যাবে তাও প্লুটোর এক বছর পূর্ণ হবে না।