পরিবেশ অনুযায়ী দূষকের শ্রেণিবিভাগ : ক) বায়ু দূষক: উদাহরণ -সালফার, কার্বন ও নাইট্রোজেন বিভিন অক্সাইড, সিএফসি,PAHs প্রভৃতি। খ) পানি দূষক: উদাহরণ -তৈল, বিভিন্ন কীটনাশক, ডিটারজেন্ট, বিভিন্ন ধাতব পদার্থ ফসফেট প্রভৃতি। গ) মাটি দূষক: উদাহরণ - কীটনাশক, প্লাস্টিক, বিভিন্ন কঠিন বর্জ্য, সার ইত্যাদি।