পলিথিন এমন একটি পদার্থ, যা মাটির সঙ্গে মিশতে শত শত বছর সময় লাগে। এটি মাটির অভ্যন্তরে গেলেও ক্ষয় হয় না বা মিশে যায় না। পলিথিনের রাসায়নিক পরিবেশের জন্য ক্ষতিকর। তা ছাড়া এই পলিথিন স্যুয়ারেজ লাইনে আটকে গিয়ে পানির প্রবাহে বাধা সৃষ্টি করে। এর ফলে একটু বৃষ্টি হলেই পানি জমে যায়।
ঢাকা শহরের পয়োনিষ্কাশনের ৮০ শতাংশ ড্রেন পলিথিন ব্যাগে বাধাগ্রস্ত। যার ফলে সামান্য বৃষ্টি হলে দেখা দেয় জলাবদ্ধতা। ড্রেনে আটকে থাকা পলিথিন ড্রেনেজ সিস্টেমকে অচল করে রাখে।