রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডল প্রধানত দুটি স্তরে বিভক্ত 1) সমমন্ডল বা হোমোস্ফিয়ার। 2) হেটেরোস্ফিয়ার। হোমোস্ফিয়ার কি? ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় 90 কিলোমিটার পর্যন্ত অঞ্চলে বায়ুমন্ডলের রাসায়নিক গঠন এবং বিভিন্ন গ্যাসের অনুপাত প্রায় একই রকম থাকে বলে এই অংশকে হোমোস্ফিয়ার বলা হয়।