মিথেন একটি চতুস্তলকীয় ( Tetrahedral) অণু যাতে চারটি সমতুল্য কার্বন-হাইড্রোজেন বন্ধন আছে। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে মিথেন একটি বর্ণহীন ও গন্ধহীন গ্যাস। নিরাপত্তার জন্য বাড়িতে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসে পরিচিত গন্ধ সাধারণত ট্রেট-বিউথাইল নামক সুগন্ধক যোগ করার কারণে হয়।
মিথেন হল সরলতম জৈব যৌগ । অ্যালকেন বা প্যারাফিন সমগোত্রীয় শ্রেনির প্রথম যৌগ হল মিথেন । মিথেন সম্পৃক্ত হাইড্রোকার্বন । বর্ণহীন ও গন্ধহীন এবং বায়ুর থেকে হালকা গ্যাস । মিথেন হল দাহ্য গ্যাস ।
মিথেনের উৎস ও প্রস্তুতি :
প্রাকৃতিক গ্যাসের মধ্যে প্রায় ৮৫ শতাংশ মিথেন থাকে । কোল গ্যাসের মধ্যে আয়তন হিসাবে ৪০ শতাংশ মিথেন থাকে । গোবর গ্যাসের প্রধান উপাদান হল মিথেন । জলাভূমিতে গাছ, পাতা ইত্যাদি জলে পচে মিথেন গ্যাস উৎপন্ন হয় । এই জন্য একে ‘মার্স’ গ্যাস বলে । শুষ্ক সোডিয়াম অ্যাসিটেটকে সোডালাইম দিয়ে উত্তপ্ত করলে মিথেন প্রস্তুত হয় ।
মিথেনের ব্যবহার :
১) জ্বালানিরূপে
২) H2-এর পণ্য উৎপাদনে ।
৩) কার্বন ব্ল্যাক প্রস্তুতিতে ।
৪) মিথাইল অ্যালকোহল প্রস্তুতিতে ।
৫) মোটরগাড়ির টায়ার, টাইপ মেশিনের ফিতা, ছাপাখানার কালি প্রস্তুতিতে ।
৬) গ্রামোফোন রেকর্ড প্রস্তুতিতে ।