তথ্য প্রযুক্তি দিয়ে আমরা যে শুধু কাজ করতে পারি তা নয়- এটা এখন বিনোদনেরও
চমৎকার একটা মাধ্যম হয়ে দাড়িয়েছে। আগে গান
শোনার জন্যে মানুষকে আলাদাভাবে কোনো একটা
যন্ত্র কিনতে হতো- এখন মোবাইল টেলিফোনেই
সে গান শুনতে পারে। একটা সময় ক্যামেরা ছিল শুধু
বড় লোকদের বিষয়- এখন সাধারণ মোবাইল
টেলিফোন দিয়েই যে কোনো মানুষ ছবি তুলতে
পারে, ভিডিও করতে পারে। মোবাইল টেলিফোন
যেরকম ধীরে ধীরে বুদ্ধিমান একটা যন্ত্র হয়ে
দাড়াচ্ছে যেটা দিয়ে অনেক ধরণের কাজ করা যায়-
ঠিক সেরকম কম্পিউটারও ছোট হতে শুরু করেছে।
ডেস্কটপ থেকে ল্যাপটপ, ল্যাপটপ থেকে নোট বুক,
নোট বুক থেকে স্মার্ট ফোন অর্থাৎ আমাদের হাতে
এমন একটা যন্ত্রচলে আসছে যেটা দিয়ে আমরা
অসংখ্য কাজ করতে পারব।