টোনার এক ধরনের তরল যাতে ত্বকের জন্য উপকারী এসিড থাকে, যা ত্বকের লোমকূপ সংকুচিত করে। ত্বকের ঢিলেঢালা ভাব কমিয়ে ত্বক টানটান ও মসৃণ রাখে। অ্যালকোহলিক টোনারের চেয়ে ওয়াটার ও গ্লিসারিনভিত্তিক টোনারগুলো বেশী ভাল কাজ করে।
এগুলো ত্বকের তেল নিঃসরণ কমিয়ে দেয়, ত্বকের আদ্রতা ধরে রাখে। অর্থাৎ ত্বক অতিরিক্ত শুষ্ক বা তৈলাক্ত হতে দেয়না। ত্বক স্বাভাবিক রাখে।