সাতটি দেশের সরকারের চুক্তিটির পক্ষে অনুমোদনে চুক্তিটি ২০০৬ সালের ১লা জানুয়ারি বলবৎ করা হয়। এ চুক্তি অনুযায়ী দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোকে (যেমন: ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা) ২ বছর সময়কালের প্রথম পর্য়ায়ে ২০ শতাংশ শুল্ক হ্রাশ করতে হয়, ২০০৭ সালে শেষ হয়।