You can also earn money by answering questions on this site Find out the details

Categories

Sister Links: -- Nishiddho--BDLove24--Cerapatabd ....
86 views
in সাধারণ জ্ঞান by Earnings: 0.071 Usd (66 points)

1 Answer

0 like 0 dislike
আফ্রিকান ইউনিয়ন একটি আন্তর্জাতিক সংস্থা, যা ৫৫টি আফ্রিকান দেশ সমূহ নিয়ে গঠিত। আফ্রিকান ইউনিয়ন ১৯৬৩ সালের ২৫ মে প্রতিষ্ঠিত হয়। পূর্বের আফ্রিকান অর্থনৈতিক সমাজ এবং আফ্রিকান জোট সংস্থা মিলিত হয়ে আফ্রিকান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়।বর্তমানে সদস্য দেশ আছে ৫৫ টি।সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান।

আফ্রিকান ইউনিয়নের সদরদপ্তর ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অবস্থিত।

আফ্রিকান ইউনিয়নের উদ্দেশ্যগুলি নিম্নরূপ:

১) আফ্রিকান দেশ এবং আফ্রিকান দেশগুলির মধ্যে বৃহত্তর ঐক্য, সংহতি এবং সংহতি অর্জনের জন্য।

২) এর সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতা রক্ষা করা।

৩) মহাদেশের রাজনৈতিক ও সামাজিক-অর্থনৈতিক একীকরণকে ত্বরান্বিত করা।

৪) মহাদেশ এবং এর জনগণের স্বার্থের বিষয়ে আফ্রিকান সাধারণ অবস্থানের প্রচার এবং রক্ষা করা।

৫) জাতিসংঘের সনদ এবং মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের যথাযথ হিসাব গ্রহণ করে আন্তর্জাতিক সহযোগিতাকে উৎসাহিত করা।

৬) মহাদেশে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রচার করা।

৭) গণতান্ত্রিক নীতি ও প্রতিষ্ঠান, জনগণের অংশগ্রহণ এবং সুশাসনের প্রচার।

৮) আফ্রিকান চার্টার অন হিউম্যান অ্যান্ড পিপলস রাইটস এবং অন্যান্য প্রাসঙ্গিক মানবাধিকার উপকরণ অনুসারে মানব ও জনগণের অধিকারের প্রচার ও সুরক্ষা করা।

৯) প্রয়োজনীয় শর্তগুলি প্রতিষ্ঠা করা যা মহাদেশটিকে বিশ্ব অর্থনীতিতে এবং আন্তর্জাতিক আলোচনায় তার সঠিক ভূমিকা পালন করতে সক্ষম করে।

১০) অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক স্তরে টেকসই উন্নয়নের পাশাপাশি আফ্রিকান অর্থনীতির একীকরণের প্রচার করা।

১১) আফ্রিকান জনগণের জীবনযাত্রার মান বাড়াতে মানব কার্যকলাপের সকল ক্ষেত্রে সহযোগিতার প্রচার করা।

১২) ইউনিয়নের উদ্দেশ্যগুলি ধীরে ধীরে অর্জনের জন্য বিদ্যমান এবং ভবিষ্যত আঞ্চলিক অর্থনৈতিক সম্প্রদায়গুলির মধ্যে নীতিগুলির সমন্বয় এবং সামঞ্জস্য করা।

১৩) সমস্ত ক্ষেত্রে বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তিতে গবেষণার প্রচার করে মহাদেশের উন্নয়নকে এগিয়ে নেওয়া।

১৪) প্রতিরোধযোগ্য রোগ নির্মূল এবং মহাদেশে সুস্বাস্থ্যের প্রচারে প্রাসঙ্গিক আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করা।
by (4 points)

Related questions

-- Payment Method & Thresholds--Referral Program--Help--
-- FAQ --- Terms --DMCA ---Contact Us --
Language Version--English --Bengali ---Hindi ---
...