আধুনিক কম্পিউটার কীবোর্ডের ইতিহাস টাইপরাইটারের আবিষ্কার থেকে সরাসরি উত্তরাধিকার দিয়ে শুরু হয়। ক্রিস্টোফার ল্যাথাম শোলসই 1868 সালে প্রথম ব্যবহারিক আধুনিক টাইপরাইটারকে পেটেন্ট করেছিলেন। এর পরই, 1877 সালে, রেমিংটন সংস্থা প্রথম টাইপরাইটারদের বিপণন শুরু করে।