বিশ্ব সভ্যতার যাত্রা শুরু হয় - খ্রিষ্টপূর্ব ৫০০০ অব্দ থেকে । প্রাচীনতম সভ্যতাগুলো -- সিন্ধু সভ্যতা, মিসরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, পারস্য সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, রোমান সভ্যতা, ইজিয়ান সভ্যতা । ... প্রচীন মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল -- নীলনদের তীরে । মিশরে যে সভ্যতার সূচনা ঘঠে -- নগর সভ্যতা ।