LED এর পূর্ণ নাম হলো Light Emitting Diode (LED) লাইট ইমিটিং ডায়োড। এটি একটি বিশেষ ধরনের ডিভাইস যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হলে আলো নির্গত হয়। এটি মূলত ফরওয়ার্ড বায়াসে কাজ কারে থাকে।
এই ধরণের ডায়োড ফরওয়ার্ড বায়াসে রেখে প্রয়োজনীয় ভোল্টেজ প্রধান করলেই কাজ করে থাকে। এর মধ্য দিয়ে ভোল্টেজের মান বাড়ালে আলোর তীব্রতা বেড়ে যায় কিন্তু তাই বলে বেশি ভোল্টেজ বাড়ানো যাবে না। এতে করে এটি গরম হয়ে নষ্ট হয়ে যাবে।
এই ধরণের ডায়োড মূলত ১ থেকে ২.৫ ভোল্টে কাজ করে থাকে। লাইট ইমিটিং ডায়োড থেকে বিভিন্ন ধরণের আলো পাওয়া যায়ঃ লাল, হলুদ, সবুজ ইত্যাদি। এগুলো দামে অনেক সস্তা এবং সহজেই পাওয়া যায়। ইলেকট্রনিক্স সার্কিটে এর ব্যবহার ব্যাপক।