লাইসিয়াম মূলত প্রথম দিকে একটা ধর্মীয় উপাসনালয় ছিল। এটি গ্রীক পূরাণের সঙ্গীতের,কাব্যের,আলোর,প্রোফেসি(ঈশ্বরের বার্তা বাহক),চিকিৎসার দেবতা অ্যাপোলো লাইসিয়াসকে উৎসর্গ করা হয়েছিল। পরবর্তীতে এটিকে স্কুলে রুপান্তর করেন এরিস্টটল। অর্থাৎ ওনি এটির প্রতিষ্ঠাতা।