বাংলাদেশ রেলওয়ের তথ্যভাণ্ডারে ঈশ্বরদীকে বৃহত্তম রেলওয়ে জংশন হিসেবে উল্লেখ করা রয়েছে। সাধারণ জ্ঞানের বই এবং বিভিন্ন অনলাইন সাইটে একই তথ্য পাওয়া যায়। কিন্তু এই তথ্য ভুল। তথ্যটি রেল কর্তৃপক্ষ কেন হালনাগাদ করছে না, ভেবে বিস্মিত হই। সঠিক তথ্য হচ্ছে বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে জংশন পার্বতীপুর। পার্বতীপুর চার লাইনের রেলওয়ে জংশন, অন্যদিকে ঈশ্বরদী তিন লাইনের রেলওয়ে জংশন। ব্রড গেজ ও মিটার গেজের হিসাবে ঈশ্বরদী তিন লাইনের ব্রড গেজ। পার্বতীপুর দুই লাইনের ব্রড গেজ ও দুই লাইনের মিটার গেজ। এ হিসাবে হয়তো ঈশ্বরদীকে বৃহত্তম বলা হয়েছে কাগজে-কলমে। সম্প্রতি পার্বতীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত ব্রড গেজ রেলপথ সম্প্রসারণ করা হয়েছে। এখন পার্বতীপুর জংশন তিন লাইনের ব্রড গেজ ও এক লাইনের মিটার গেজ। ঈশ্বরদী ও পার্বতীপুর দুটিই তিন লাইনের ব্রড গেজ রেলপথ। এ ছাড়া পার্বতীপুরের রয়েছে এক লাইনের মিটার গেজ, যা ঈশ্বরদীর নেই। পার্বতীপুর চার লাইনের রেলওয়ে জংশন এবং বৃহত্তম রেলওয়ে জংশন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দ্রুত হালনাগাদ করার আবেদন জানাই।