স্বাধীন জাম্বিয়ার রাষ্ট্রীয় প্রতীক হবে মুটেম্বোর শেকল ভাঙা মূর্তি। কেনেথ কাউন্ডার মুখের কথাই শেষ কথা। মুটেম্বো হচ্ছে জাম্বিয়ার সংগ্রামী মানুষের প্রতীক। শেকল ভেঙেছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের। শেকল ভাঙা মুটেম্বোর শৌর্যময় প্রতিকৃতিকেই রাষ্ট্রীয় প্রতীক হিসেবে গ্রহণ করে স্বাধীন দেশ জাম্বিয়া। স্ট্যাচু অফ লিবার্টির নয়, এ দেশে অনেক যত্নে গড়ে তোলা হয় ‘ফ্রিডম স্ট্যাচু’। স্বাধীনতার দশম বর্ষ পূর্তি উপলক্ষে ১৯৭৩ সলের ২৩ অক্টোবর রাষ্ট্রীয় প্রতীক ফ্রিডম স্ট্যাচু জনসমক্ষে উন্মোচিত হয়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্ট্যাচুর আড়ালের কিংবদন্তি নায়ক স্বাধীনতা সংগ্রামী জ্যাঙ্কো এমপুন্তো মুটেম্বো এখনো বেঁচে আছেন এবং সিংহপুরুষ কেনেথ কাউন্ডার মতোই সাধারণ জীবনযাপন করছেন তার জন্মস্থান এম্বালা শহরে। জাম্বিয়ার স্বাধীনতা অর্জনের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যারা আত্মোৎসর্গ করেছেন সেই সব শহীদের পুণ্য স্মৃতির উদ্দেশে এই ‘ফ্রিডম স্ট্যাচু’ উৎসর্গ করা হয়েছে। এই উৎসর্গ বাণী লেখা আছে ফ্রিডম স্ট্যাচুর একেবারে পাদদেশে প্রস্তর ফলকে। এই পবিত্র আঙিনার সবুজ চত্বরে গা এলিয়ে শুয়ে থাকা বেওয়ারিশ ছিন্নমূল বেশ কয়েকটি মানুষকে শুয়ে থাকতে দেখে আমার খুব মন খারাপ হয়ে যায়। এমন ছিমছাম পরিপাটি সাজানো গোছানো নগরীর বুকে এই ভাসমান মানুষগুলো কি ফ্রিডম স্ট্যাচুর পায়ের কাছে এসে স্বাধীনতাকেই উপহাস করছে!