নাগাসাকির ঘটনা
তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ট্রুমান। তিনি শুধু হিরোশিমা শহর ধ্বংস করে খুশি হলেন না। জাপানের আরেকটি শহর নাগাসাকি শহরও তিনি ধ্বংস করতে চাইলেন। ট্রুমানের নির্দেশেই মাত্র ২ দিন পর অর্থাৎ ৯ আগস্ট বি-২৯ বক্সকার নামের একটি জঙ্গি বিমান নাগাসাকিতে উড়ে এলো। ওই বিমানে ফ্যাটম্যান নামে শক্তিশালী একটি বোমা ছিল। ফ্যাটম্যানের ধ্বংস ক্ষমতা ছিল লিটল বয়ের চেয়ে কিছুটা কম। ওই দিন বেলা ১২টা ২ মিনিটে ফ্যাটম্যান নাগাসাকির আকাশে বিস্ফোরিত হলো।
শহরের ২ লাখ ৫০ হাজার মানুষের মধ্যে সঙ্গে সঙ্গে মারা গেল প্রায় ৭৪ হাজার মানুষ। পরের সব ঘটনা হিরোশিমা শহরের মতোই ভয়াবহ এবং কষ্টের। ওই দিন মিৎসুবিশি জাহাজ নির্মাণঘাঁটি ধ্বংস করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করে। কিন্তু বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং এর আঘাতে নাগাসাকির প্রায় অর্ধেক ধ্বংসস্তূপে পরিণত হয়।