বিশ্বের একমাত্র এবং প্রথম কম্পিউটার জাদুঘর অবস্থিত যুক্তরাষ্ট্রের আটলান্টায়।
আটলান্টা মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের রাজধানী ও সর্বাধিক জনবহুল শহর। এটি ২০১৯ সালের হিসাবে আনুমানিক ৫,০৬,৮১১ জন বাসিন্দার সাথে আমেরিকা যুক্তরাষ্ট্রের ৩৭তম সর্বাধিক জনবহুল শহর। শহরটি আটলান্টা মহানগরীর সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসাবে কাজ করে, যেখানে ৬ মিলিয়নেরও বেশি লোক ও দেশের নবম বৃহত্তম মহানগর অঞ্চল রয়েছে। আটলান্টা জর্জিয়ার সর্বাধিক জনবহুল ফুলটন কাউন্টির আসন। শহরের অংশসমূহ পূর্ব দিকে প্রতিবেশী ডেকাল্ব কাউন্টিতে বিস্তৃত। শহরটি অ্যাপালেচিয়ান পর্বতমালার পাদদেশে ও মিসিসিপি নদীর পূর্ব দিকের প্রধান শহরসমূহের মধ্যে সর্বাধিক উচ্চতা অবস্থিত।