২১ ফ্রেব্রুয়ারি 2013 ইং সালে জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু করে।
ছয়টি দাপ্তরিক ভাষাসহ আটটি ভাষার পাশাপাশি প্রথমবারের মতো বাংলায় আলাদা ওয়েবসাইটে রেডিওর খবর প্রচার করছে জাতিসংঘ।
বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯৯৯ সালে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে জাতিসংঘ, যে দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে বাঙালি জাতি।
একুশের প্রথম প্রহরে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে সর্বজনীন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আলোচনা সভার ফাঁকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি একেএ মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলার স্বীকৃতি আদায়ের পথে এটি বড় একটি বিজয়। অচিরেই অন্য ছয়টি ভাষার মতো বাংলাকেও দাপ্তরিক ভাষার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করছি।”
সংবাদ সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যাক্তিপর্যায়ে জাতিসংঘের বিভিন্ন খবর ও ফিচার অডিও আকারে সরবরাহ করে জাতিসংঘ রেডিও। মূলত বিশ্বব্যাপী জাতিসংঘের বিভিন্ন কার্যক্রম এবং সে সম্পর্কিত সংবাদকেই এই রেডিওতে গুরুত্ব দেয়া হয়।
এতোদিন পর্যন্ত ছয়টি দাপ্তরিক ভাষা আরবী , চীনা, ইংরেজি, ফরাসি, রুশ ও স্প্যানিশ ছাড়াও সোয়াহিলি ও পর্তুগিজ ভাষায় দৈনিক সংবাদভিত্তিক অনুষ্ঠান প্রচার করতো জাতিসংঘ রেডিও। এই ভাষাগুলির প্রতিটিরই আলাদা ওয়েবসাইট আছে। এবার এগুলোর সঙ্গে যুক্ত হলো বাংলায় ওয়েবসাইট। কয়েক সপ্তাহ ধরে পরীক্ষামূলকভাবে চালানোর পর বৃহস্পতিবার তা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
জাতিসংঘ রেডিওর খবর, ফিচার বা সাক্ষাৎকারের অডিও ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং সেখান থেকে যে কোনো সম্প্রচারক প্রতিষ্ঠান বা ব্যাক্তি বিনা খরচায় নিবন্ধিত হয়ে তা ডাউনলোড করতে পারেন। বিশ্বের বহু রেডিও স্টেশন জাতিসংঘ রেডিওর অনুষ্ঠান পুনঃপ্রচার করে থাকে।