নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে। নিডারিয়া পূর্ণাঙ্গ প্রাণীতে দ্বিস্তরী তথা দ্বিত্বক বিশিষ্ট। এদের দেহের ভেতরে প্রশস্ত গহ্বরটি গ্যাস্ট্রোভ্যাস্কুলার গহ্বর (Gastrovascular cavity) বা সিলেন্টেরন (Coelenteron) নামে পরিচিত এবং এটি একটি মাত্র ছিদ্র পথে (মুখছিদ্র) বাইরে উন্মুক্ত (পায়ু ছিদ্র অনুপস্থিত)।