প্লাটিহেলমিনথিস পর্বের (Platyhelminthes) রেচন অঙ্গ হলো **মেটানেফ্রিডিয়া** (Metanephridia)। এই অঙ্গটি শিরাস্রোত (coelom) থেকে বর্জ্য পদার্থ অপসারণ করে এবং শরীরের অভ্যন্তরীণ পরিবেশের জলসাম্য রক্ষা করে। কিছু প্লাটিহেলমিন্থের (যেমন টেপওয়ার্ম) ক্ষেত্রে রেচন প্রক্রিয়া প্রধানত ঝিল্লির মাধ্যমে ঘটে।