নেফ্রিডিয়া (Nephridia) নামক রেচন অঙ্গ মূলত **অ্যানেলিড** (Annelida) পর্বের প্রাণীদের, যেমন **ওয়ার্মস** (earthworms) এ পাওয়া যায়। এই অঙ্গগুলি শরীর থেকে বর্জ্য পদার্থ অপসারণে সহায়তা করে এবং রক্তের সঠিক জলসাম্য বজায় রাখতে সাহায্য করে। নেফ্রিডিয়া সাধারণত বিভিন্ন ধরনের থাকে, যেমন প্রোটোনেফ্রিডিয়া ও মেটানেফ্রিডিয়া।