তাই এই পর্বের নাম কর্ডাটা। আবার ল্যাটিন corda অর্থ রজ্জু এবং গ্রিক শব্দ ata অর্থ বহন করা। মেরুদণ্ডী প্রাণীদেহে এই নোটোকর্ডই বয়ঃপ্রাপ্ত অবস্থায় মেরুদণ্ডের সৃষ্টি করে। কর্ডাটা পর্বে প্রজাতির সংখ্যা ৬৮,৬২৯ টি এবং বাংলাদেশে এদের প্রজাতি সংখ্যা ১,৬১১ টি।