পৌষ্টিক নালি সম্পূর্ণ, মুখ ও পায়ু অবস্থিত। শ্বসন ও সংবহন তন্ত্র অনুপস্থিত। সাধারণত এক লিঙ্গ এবং এদের দেহ গহ্বর অনাবৃত ও প্রকৃত সিলোম নেই। উপরে উল্লিখিত বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে, চিত্র-১ এর প্রাণীটি হাইড্রা নিডোরিয়া পর্বের প্রাণী এবং চিত্র-২ এর প্রাণীটি গোলকৃমি নেমাটোডা পর্বের প্রাণী।