নিডারিয়া পর্বের অধিকাংশ প্রাণী হলো সামুদ্রিক। এরা সমুদ্রে একা বা দলবদ্ধভাবে বসবাস করে থাকে। এদের দেহের বর্ণ অত্যন্ত বিচিত্র এবং দৈহিক গঠন বিভিন্ন ধরনের হওয়ায় সমুদ্রে বিভিন্ন ধরনের সুন্দর কাঠামো তৈরি থাকে। এদের বর্ণ ভিন্নতা ও গঠন সমুদ্রের সৌন্দর্য আরো বৃদ্ধি করে বলে এদের সমুদ্রের অলংকার বলা হয়।